মুক্তাগাছায় ইটের মাপে কারচুপি: ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
প্রকাশিতঃ 12:20 am | January 09, 2018

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ি এলাকায় মেসার্স শরিফ ব্রিকসকে বিএসটিআই এর স্টান্ডার্ড না মেনে পরিমাপে কারচুপি করে অপেক্ষাকৃত ছোট সাইজের ইট তৈরি করা এবং ইট তৈরীর ফর্মাতে কারচুপির অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক,মোঃ শাহ আলম কর্তৃক প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ও ৪৯ ধারায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সিমা বেকারীকে ৩৭ ও ৪২ ধারায় মোট ৩০ হাজার টাকা, পাক মুসলিম মিষ্টির দোকানকে ৪৬ ধারায় ৫ হাজার টাকা, খান মিষ্টান্ন ভান্ডারকে ৪৬ ধারায় ১০ হাজার টাকা এবং ভাই ভাই হোটেলকে ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় উপস্থিত জনসাধারণকে সচেতন করার নিমিত্তে তাদের মাঝে আইনের লিফলেট বিতরণ করা হয়। উক্ত অভিযানে ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের সঙ্গে ছিলেন জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক গোলাম রহমান ফিলিপ, এসআইটি মোঃ গিয়াসউদদীন ও আশরাফুল আলম ।