প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় ইবি’র দুই শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিতঃ 11:48 am | August 10, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একই বিভাগের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

জানা যায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্রী মুনতা হেনা বিষপানে ও রোকনুজ্জামান চলমান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। দুইজনেই একই বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুনতা হেনা ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারের ৫ম তলায় তার নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। উভয়ের প্রেমের সম্পর্ক থাকায় হেনার মৃত্যুর সংবাদ শুনে রাত ৮টার দিকে রোকনুজ্জামান কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়া রেল গেইটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্ম্যহতা করেন।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলমের মেয়ে মুনতা হেনার সাথে প্রেমের সম্পর্ক ছিল রোকনুজ্জামানের। পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা করে উভয়েই।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, পোড়াদহ থেকে গোয়ালনন্দগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। তার বাড়ি চুয়াডাঙ্গায় এবং সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

কালের আলো/এমএইচকে/ওএইচ

Print Friendly, PDF & Email