নকল মাস্ক ও ভেজাল শিশু খাদ্য তৈরি, এনএসআই-র্যাবের যৌথ অভিযান
প্রকাশিতঃ 11:37 am | October 06, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন কাপড় দিয়ে মাস্ক তৈরি এবং ভেজাল শিশু খাদ্য তৈরির অপরাধে ঢাকার কামরাঙ্গীরচরের দুই কারখানা মালিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(০৫ অক্টোবর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাবের যৌথ অভিযানে কারখানা দুটিকে জরিমানা করা হয়।
র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সোমবার বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত কামরাঙ্গীরচরে অভিযান চালানো হয়। অত্যন্ত মানহীন ও নিম্ন মানের কাপড় দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সার্জিক্যাল মাক্স তৈরির অপরাধে এক কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
কামরাঙ্গীরচর এলাকায় এই কারখানা অনুমোদনহীন সার্জিক্যাল মাস্ক উৎপাদন ও বিপণন করে আসছে বলে তথ্য পেয়ে এনএসআই অনেক দিন ধরে তাদের ওপর নজর রাখছিল।
এছাড়া মোমিনবাগে ‘আমু ফুড অ্যান্ড বেভারেজ’ কারখানায় অভিযান চালানো হয়।
সেখান থেকে প্রায় ৬০০ কার্টুন রাসায়নিক মিশ্রিত শিশুখাদ্য আমের জুস ও আইসক্রিম জব্দ করা হয় বলে সারওয়ার আলম জানান।
‘এ সকল শিশু খাদ্য বিভিন্ন কেমিকেল ও রং দ্বারা তৈরি করা হয়, যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর।’
ওই কারখানার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
কালের আলো/এসবি/এএকে