বিজিবির অভিযানে উখিয়ায় ৩০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার
প্রকাশিতঃ 11:12 pm | October 05, 2020

কালের আলো সংবাদদাতা:
কক্সবাজার জেলার উখিয়ায় ৯০ লাখ টাকার ৩০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সোমবার(০৫ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল উখিয়ার ৪নং রাজাপালং ইউপি’র গোল ডেবার নামক স্থানে পাহাড়ের ঢালু এলাকা থেকে এসব বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, রেজুআমতলী বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপি’র গোল ডেবার নামক স্থানে পাহাড়ের ঢালুতে অবস্থান গ্রহণ করে।
এরপর চোরকারবারী পাহাড়ী এলাকা দিয়ে মায়ানমার হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে।
এ সময় টহল দল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ০২ (দুই) রাউন্ড ফায়ার করলে চোরাকারবারীগণ তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে যার সিজার মূল্য ৯০ লক্ষ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কালের আলো/এসবি/এমআরকে