কর্মগুণেই স্মরণীয় হয়ে থাকবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম : বিইউপি উপাচার্য
প্রকাশিতঃ 5:13 pm | September 28, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম কর্মগুণেই স্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্’র (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
তিনি বলেছেন, মাহবুবে আলমের মৃত্যুতে দেশের আইন অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো। তিনি আমৃত্যু দেশসেবার এক অনুসরণীয় উদাহরণ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
শোক বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম ছিলেন একজন খ্যাতিমান আইনজ্ঞ। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) গভীরভাবে শোকাহত। বিইউপি পরিবার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
প্রসঙ্গত, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
কালের আলো/এপি/এমএইচ