আইন মানার মানসিকতা নিয়ে রাস্তায় বের হওয়ার আহবান আইজিপি’র

প্রকাশিতঃ 5:11 pm | August 05, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আইন মানার মানসিকতা নিয়ে রাস্তায় বের হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। তিনি বলেন ‘আমরা যখন বিদেশ যাই তখন ঠিকই আইন মানছি। সেই আমরাই আবার যখন দেশে ফিরছি, তখন আবারও আইন অমান্য করছি। এটা থেকে বেরিয়ে আসতে হবে।’

রোববার দুপুরে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আইজিপি এসব কথা বলেন।

লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি নিয়ে রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়ে তিনি বলেন, ‌‘পুলিশ এবার শক্ত অবস্থানে থাকবে। কাউকে ছাড় দেবে না। শুধু ঢাকাতেই নয় বরং সারাদেশে এটা আজ থেকে কার্যকর করা হবে।’

সড়কে যাতে একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরতে পারে সেজন্য পুলিশকে সহযোগিতা করারও আহবান জানান তিনি।

আইজিপি বলেন, ‘আমাদের দেশে আইন না মানার সংস্কৃতি প্রবল। আমরা ফুটপাত দিয়ে চলি না। ফুটওভার ব্রিজ ব্যবহার করি না। কেউই আমরা আইন মানার চেষ্টা করি না। এসব নিয়ন্ত্রণ করতেই ট্রাফিক সপ্তাহ শুরু করা হয়েছে। আইন মানলে দেশে এতো দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনা এড়াতে মানুষের নিজে থেকেই পালন করা দরকার।’

Print Friendly, PDF & Email