ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু
প্রকাশিতঃ 6:57 pm | August 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মলয় (৮০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) সকালে নগরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে জামালপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী বাংলানিউজকে জানান, সকালে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন ওই শিক্ষক। এ সময় জামালপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন।
কালের আলো/ওএইচ