হরভজনের ৪ কোটি রুপি আত্মসাৎ করলেন ব্যবসায়ী!

প্রকাশিতঃ 3:29 pm | September 11, 2020

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েও শেষ পর্যন্ত না খেলে দেশে ফেরেন হরভজন সিং।

এতে এই সাবেক ভারতীয় স্পিনারের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।

এবার জানা গেল, শুধু আইপিএল ছেড়েই নয়, ব্যবসায়িক লেনদেন করেও ৪ কোটি রুপি হারিয়েছেন এ ভারতীয় ক্রিকেটার।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জি মহেশ নামের চেন্নাইয়ের এক ব্যবসায়ী প্রতারণার ছলে হরভজন সিংয়ের ৪ কোটি রুপি আত্মসাৎ করেছেন। চেন্নাই সিটি পুলিশের কাছে ওই ব্যবসায়ীর নামে এমন অভিযোগ করেছেন ভাজ্জি।

অভিযোগে ভাজ্জি লিখেছেন– এক বন্ধুর মাধ্যমে ২০১৫ সালে জি মহেশের সঙ্গে পরিচয় হয় তার। এর পর বন্ধুত্বের খাতিরেই মহেশকে ৪ কোটি টাকা ধার দেন তিনি। কিন্তু এর পর থেকে সেই টাকা পরিশোধ না করে পালিয়েই বেড়াচ্ছেন মহেশ। গত মাসে বহু কষ্টে ওই ব্যবসায়ীকে পাকড়াও করেন ভাজ্জি। তিনি আপাতত ২৫ লাখ দিচ্ছেন বলে একটি চেক হরভজনের হাতে ধরিয়ে দেন। সেই চেক পরে ভাঙাতে হরভজন ব্যাংকে গিয়ে দেখেন ওই অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্সই নেই। অবশেষে বাধ্য হয়েই পুলিশের দারস্থ হয়েছেন তিনি।

এদিকে হরভজনের এমন অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীর খোঁজে গেলে পুলিশ জানতে পারে, মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করে রেখেছেন জি মহেশ।

মহেশের দাবি, হরভজনের সঙ্গে তিনি কোনো প্রতারণা করেননি। হরভজনের কাছে নিজের সম্পত্তির নথি দেখিয়ে তিনি ওই অর্থ ঋণ নিয়েছিলেন এবং তা শোধও করে দিয়েছেন।

কালের আলো/এসআর/এমএইচএ

Print Friendly, PDF & Email