বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি
প্রকাশিতঃ 10:22 pm | August 20, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা রত্নগর্ভা মোসাম্মৎ মালেকা বেগমকে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা অধ্যক্ষ মো. সেলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বীরমাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে সরকারি কর্মকর্তা, চিকিৎসকসহ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, দাদির হাত-পা ফুলে যাওয়ায় মঙ্গলবার হঠাৎ করে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার কিডনিসহ নানা রোগের সমস্যাও দেখা দিয়েছে। তার এখন উন্নত চিকিৎসার দরকার। তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
কালের আলো/এসআর/এমএইচএ