ভিয়েতনাম থেকে ফিরলেন ১১৩ বাংলাদেশি
প্রকাশিতঃ 11:15 pm | August 18, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভিয়েতনামে আটকে পড়া ১১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় তাঁরা ইউএস বাংলা এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন। ঢাকায় আসার পর তাঁদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
মঙ্গলবার(১৮ আগস্ট) ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ইউএস-বাংলা জানায়, কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে গত প্রায় পাঁচ মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের সহযোগিতায় হ্যানয় থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা।
প্রসঙ্গত, ইউএস-বাংলা এয়ারলাইন্স ভিয়েতনাম ছাড়াও কেরোনাকালীন সময়ে চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই, মাস্কাট, দোহা ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
কালের আলো/এমএইচ/বিএসকে