ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
প্রকাশিতঃ 12:31 pm | August 18, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা হঠাৎ এক সফরে মঙ্গলবার(১৮ আগস্ট) ঢাকা আসছেন।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে। সূত্র থেকে জানা যায়, হঠাৎ করেই এ সফরটি নির্ধারিত হয়েছে। ঢাকায় শ্রিংলা পররাষ্ট্র সচিব এম মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।
হঠাৎ এই সময় ভারতের পররাষ্ট্র সচিবের আসার কারণ জানতে চাইলে কোনও সূত্র মন্তব্য করতে চায়নি।
পররাষ্ট্র সচিব হিসাবে শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে মার্চে তিনি ঢাকায় এসেছিলেন। এছাড়া তিন বছর তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন।
কালের আলো/এসবি/এমকেএস