মুজিববর্ষে বৃক্ষরোপণ কেন গুরুত্বপূর্ণ, জানালেন বিজিবির ডিজি

প্রকাশিতঃ 5:11 pm | July 07, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

খাদ্য নিরাপত্তার পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রতিপালনে এবার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সরকারের তিন কোটি বৃক্ষরোপণের টার্গেট বাস্তবায়নের সারথী হিসেবে বিজিবির সদর দপ্তর, সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি’র প্রতিটি খালি জায়গায় বিভিন্ন জাতের বৃক্ষরোপণ কর্মসূচির নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম।

তিনি পার্বত্য এলাকার ইউনিট/বিওপি/ক্যাম্পসমূহে ফলজ বৃক্ষের চারা রোপণেরও নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (০৭ জুলাই) বিজিবি সদর দপ্তরে বেশ ঘটা করেই বঙ্গবন্ধুর স্মারক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন ডিজি মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম।

বিজিবি মহাপরিচালক সদর দপ্তরের পিলখানার ভেতরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজের পূর্ব পাশের মাঠে নিজ হাতে একটি বট গাছের চারা রোপণ করেন।

প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে অপরিহার্য মনে করেন বিজিবি ডিজি।মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম বলেন, ‘সুস্থ জীবনযাপন, কর্মপরিবেশ নিশ্চিত, জীবনযাত্রার মানোন্নয়ন এবং বায়ু ও অন্যান্য পরিবেশ দূষণ রোধ, জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ জীববৈচিত্রের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করা প্রয়োজন।’

তিনি বিজিবির নতুন ইউনিটসমূহে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা মাথায় রেখেই বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানিয়েছেন, বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে।

অনুষ্ঠানে বিজিবির সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, বিএসবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু তাহের মো:ইব্রাহিম, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন এন্ড ট্রেনিং) ব্রিগেডিয়ার জেনারেল মো: জালাল গণি খান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুল ইসলামসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কালের আলো/আরটি/এএ