গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা
প্রকাশিতঃ 8:24 pm | July 05, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় নতুন কোনো করারোপ ছাড়াই ২০১৮-১৯ অর্থ বছরে ৫৩ কোটি ৩৩ লাখ ২০ হাজার ১৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
এতে ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ১০ লাখ ২৭ হাজার ২০ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ২৫ লাখ ৯৩ হাজার ১৬০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, এস এম আলী আহাম্মদ খান, শিউলী চৌধুরী, পৌর মহিলা কাউন্সিলর দিলুয়ারা আক্তার, জেসমিন আক্তার, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম রিপন, নুরুল ইসলাম, ইমরান মুন্সী, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, কর নির্ধারক শ্যামল চন্দ্র সরকার, হিসাবরক্ষক মঞ্জুরুল হক প্রমুখ।