কোটা নিয়ে আন্দোলনের কোন প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 12:00 am | July 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কোটা সংস্কার নিয়ে কোনো আন্দোলনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন। কোটা নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নাই। তিনি বলে দিয়েছেন যে, কোটাই নাই।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারপরেও আমাদের কিছু জটিলতা আছে। সেগুলো নিরসনের জন্য আমাদের কেবিনেট সেক্রেটারি ও অন্যান্যরা কাজ করছেন। কোটার কি হবে তা এ কমিটি নির্ধারণ করবে।”

আন্দোলনকারীদের ওপড় হামলার বিষয়ে মন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ কখনো যায় না, যতক্ষণ না পর্যন্ত অথরিটি ডাকে। এখন ছাত্র-ছাত্রীরা কি করেছে তা আমাদের জানা নেই। তবে কোনো ছাত্র বিচার দিলে তখন আমরা ব্যবস্থা নেব।”

ছবি: ফাইল ফটো

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email