প্রধানমন্ত্রীর প্রতি ইবি শিক্ষক সমিতির কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিতঃ 8:30 pm | July 01, 2018

ইবি সংবাদদাতা, কালের আলো:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণাধর্মী সম্প্রসারণের লক্ষ্যে একনেক সভায় চারশত সাতানব্বই কোটি চৌত্রিশ লক্ষ টাকার মেগা প্রজেক্ট অনুমোদন দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

পাশাপাশি এই প্রকল্পের প্রধান রুপকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন উর রশীদ আসকারী, উপ-উপাচার্য প্রফেসর ড.মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

শিক্ষক সমিতি মনে করে এই মেগা প্রজেক্ট বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি মাইল ফলক। স্বচ্ছতার সাথে এই কাজ সম্পন্ন হলে ৯ টি নতুন বহুতল ভবন,১৯ টি পুরাতন ভবনের নির্মাণ কাজ করা সহ সামগ্রিক উন্নয়ন হবে।

এই উন্নয়ন কাজ যথারীতি বাস্তবায়িত হবে বলে শিক্ষক সমিতি আশা প্রকাশ করে।

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ অলি উল্যাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

কালের আলো/এমএইচকে

Print Friendly, PDF & Email