আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন
প্রকাশিতঃ 6:20 pm | May 12, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ২২ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এক এক করে ট্রাইব্যুনালের দু’টি ব্যারাকে থাকা এপিবিএন’র প্রায় ২২ সদস্য করোনায় আত্রান্ত হয়েছে। এর আগে কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনো প্রায় ১৭ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। এ কারণে পুরো ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাদত প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
কালের আলো/এসএম/এনবি