মেয়েসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক করোনা আক্রান্ত

প্রকাশিতঃ 10:30 am | May 10, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ে করোনা আক্রান্ত হয়েছেন। অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল মুঈদ ও তার কৃষিবিদ মেয়ে বর্তমানে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার(০৯ মে) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। দুইজনই চিকিৎসাধীন রয়েছেন।

আয়রুল আলম আরও জানান, আরেক কৃষিবিদ নুরুল আমিনও করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে আছেন। তার ফলাফল এখনো আসেনি।

কালের আলো/ এমএএ