করোনায় কর্মহীনদের আহারের ‘জোগান’ দিচ্ছে আর্টডক
প্রকাশিতঃ 12:32 am | May 10, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া গরিব ও অসহায় মানুষের জন্য দেশজুড়ে মানবিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
নিজেদের রেশনের একাংশ বাঁচিয়ে অনাহারে-অর্ধাহারে থাকা মানুষের আহারের ব্যবস্থা করেছে। সেনাদের এমন কর্মযজ্ঞ আবারও দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেছে।
সম্প্রতি সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিংদের (জিওসি) সঙ্গে এক ভিডিও কনফারেন্সে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় তাদের প্রতিটি সদস্যের জন্য বরাদ্দ করা রেশন থেকে অসহায়, দুস্থ ও গরিবদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
তার এই সময়োচিত নির্দেশনায় উজ্জীবিত সেনা সদস্যরা অব্যাহত মানবিক দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে সমাজ জীবনে ঘটিয়ে চলেছেন আলোর বিচ্ছুরণ। অসহায়ের মুখে হাসি ফুটিয়ে মানসিক পরম তৃপ্তি অনুভব করছেন তারা।
ব্যতিক্রম নয় আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডও (আর্টডক)। সুচারুরূপে তারা বাস্তবায়ন করে চলেছেন বাহিনী প্রধানের নির্দেশ। পাশে দাঁড়াচ্ছেন দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষের।
আর্টডক এর অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্রুপের মেজর রকিবুল হাছান গণমাধ্যমকে জানান, আর্টডক এর অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্রুপে শনিবার (০৯ এপ্রিল) দুপুরে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কেওয়াটখালী এবং ২১ নম্বর ওয়ার্ডের কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় এলাকার ৩’শ পরিবারের ঘরে ঘরে শুকনো খাবার ও ইফতার সামগ্রী এবং মাস্ক পৌঁছে দিয়েছে।

অসহায় পরিবারগুলো সেনাসদস্যদের এ খাদ্যসামগ্রীর পাশপাশি ইফতারির সামগ্রী পেয়ে যারপরেনাই খুশি। তারা এমন মহতি উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা ফারুক, মহিলা কাউন্সিলর শামীমা আক্তার প্রমুখ।
আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডও (আর্টডক) সূত্র জানায়, আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই মানবিক কার্যক্রম সার্বক্ষনিক তদারকি করছেন।
ইতোমধ্যেই আর্টডকএর অধীনস্থ প্রতিষ্ঠানসমুহ ৯ হাজার দরিদ্র অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আর্টডক সদর দপ্তর নিজস্ব উদ্যোগে গত ৮ মে মুক্তাগাছা উপজেলা চেচুয়া এলাকার করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের কাছ থেকে সরাসরি এক হাজার কেজি সবজি কেনা হয়।
একই সাথে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে।
এছাড়া ত্রিশাল এবং মুক্তাগাছায় স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী পিপিই, সার্জিক্যাল মাস্ক, সুজ কভার, হেড কভার, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে আর্টডক এর এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।
কালের আলো/এমএইচএম/এমএম