বিমান বাহিনীর মানবিক সহায়তা প্রদান অব্যাহত
প্রকাশিতঃ 6:27 pm | May 09, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর ও বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম এর পাশ্ববর্তী এলাকায় নিম্ন আয়ের পরিবারের মাঝে উপযুক্ত প্যাকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
শনিবার (০৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে৷
আইএসপিআর জানায়, সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর কর্মকর্তাগরা এই মানবিক সহায়তা প্রদান করেন।
প্রসঙ্গত, জাতীয় যেকোন ধরনের দূর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

কালের আলো/এমএইচএ