নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার সময় বাড়লো

প্রকাশিতঃ 7:10 pm | April 27, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় নিত্যপণ্যের দোকানগুলো খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। এসব দোকান প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এমন নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিবৃতিতে বলা হয়েছে, স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

তবে ওষুধের দোকান এবং জরুরি সেবা এই নির্দেশনার আওতায় আসবে না। উদ্ভূত এ সংকট মোকাবেলায় সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।

কালের আলো/এনআর/এমএইচএ