নড়াইলে ‘ডক্টরস সেফটি চেম্বার’ উদ্বোধন

প্রকাশিতঃ 5:22 pm | April 27, 2020

কালের আলো সংবাদদাতা:

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডক্টরস সেফটি চেম্বার’ উদ্বোধন করা হয়েছে, যেখান থেকে চিকিৎসকরা ‘নিরাপদে’ থেকে স্বাস্থ্যসেবা দিতে পারবেন।

কাচ দিয়ে ঘেরা এই চেম্বারে থেকে চিকিৎসকরা সামনের দুটি ছিদ্র দিয়ে গ্লাভস পরা হাত বের করে রোগী দেখবেন। রক্তচাপ নির্ণয় ও থার্মাল ডিটেক্টরের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। কোনো রোগীর কোভিড-১৯ উপসর্গ থাকলে তাকে করোনাভাইরাস ওয়ার্ডে পাঠানো হবে।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নির্দেশে কালিয়া পৌরসভার মেয়র ফকির মুসফিকুর রহমান লিটনের ব্যক্তিগত অর্থায়ন ও পরিকল্পনায় সদর হাসপাতালের সামনে ‘ডক্টরস সেফটি চেম্বার’ স্থাপন করা হয়েছে।

সোমবার(২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ চেম্বারের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ফকির মুসফিকুর রহমান লিটন, কালিয়া হাসপাতালের আরএমও ডা. মাসুম বিল্লাহ, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কাজল মল্লিক, কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম, কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম শেখ, সাধারণ সম্পাদক রানা শেখ প্রমুখ।

কালিয়া পৌরসভার মেয়র ফকির মুসফিকুর রহমান লিটন বলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নির্দেশে আমার ব্যক্তিগত অর্থায়নে ডাক্তার নিরাপত্তার কথা বিবেচনা করে ‘ডক্টরস সেফটি চেম্বার’ নির্মাণ করেছি। আল্লাহ বাঁচালে কালিয়াবাসী বাঁচবে। আশার কথা হচ্ছে, এখন পর্যন্ত কালিয়ায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

কালিয়া হাসপাতালের আরএমও ডা. মাসুম বিল্লাহ বলেন, সংসদ সদস্য কবিরুল হক মুক্তি আমাদের সাথে সকল সময় যোগাযোগ রাখছেন এবং দেখভাল করছেন। আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে মেয়র কালিয়া হাসপাতালে ‘ডক্টরস সেফটি চেম্বার’ নির্মাণ করে দিয়েছেন এতে আমরা নিরাপত্তার মধ্যে চিকিৎসা সেবা দিতে পারব। কালিয়ায় আমরা ২৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম, কোন রিপোর্ট পজিটিভ আসেনি।

কালের আলো/বিএএ