ভারতে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে বিমানের বিশেষ ‘চাটার্ড ফ্লাইট’
প্রকাশিতঃ 3:06 pm | April 27, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভারতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ চাটার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনবে।
সোমবার(২৭ এপ্রিল)বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী শুক্রবার (০১ মে) কলকাতা-ঢাকা, শনিবার(০২ মে) দিল্লী-ঢাকা এবং রোববার(০৩ মে) রোম্বে-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
চাটার্ড ফ্লাইটের বিস্তারিত তথ্য বিমানের ওয়েব সাইটে পাওয়া যাবে।
কালের আলো/এনআর/এমএইচএ