কী চমৎকার ‘লকডাউন’!
প্রকাশিতঃ 10:02 pm | April 08, 2020

অ্যাড. মোঃ ইমদাদুল হক সেলিম :
ময়মনসিংহ জেলা ও উপজেলাগুলোর বিভিন্ন এলাকায় লকডাউনের নামে প্রধান প্রধান রাস্তা কাঠ ফেলে, বাঁশ বেঁধে বন্ধ করে দেয়া হচ্ছে। এটি কখনো কাম্য হতে পারে না। রাস্তায় কাঠ-বাঁশ ফেলে মোড়ে মোড়ে জটলা-আড্ডা। কি চমৎকার লক ডাউন !
এতে পণ্য পরিবহণ, রোগী পরিবহণ সহ জরুরীসেবা বাধাগ্রস্থ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর টহলও বাধাগ্রস্থ হচ্ছে।
করোনাকে কেন্দ্র করে এ ধরনের অনেক বিভ্রান্তি ও ভুল তথ্য প্রচার হচ্ছে। লকডাউনের নামে যেভাবে রাস্তা অবরোধের উৎসব চলছে এটা ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করতে পারে। এতে জনসাধারণের জরুরী সেবা বিঘ্নিত হবার পাশাপাশি সামাজিক নৈরাজ্য ও বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে। কোথাও কোথাও জনগণ নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়।
জনগণের সার্বিক দেখভালের জন্য আমাদের প্রশাসন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাদের প্রতি আস্থাশীল থাকতে হবে। যেহেতু রোগটি ইতিমধ্যে বাংলাদেশে ব্যপক ভীতির সঞ্চার করেছে সেহেতু এই বিষয়ে তথ্য-প্রযুক্তির মাধ্যমে এর করণীয় ও বর্জনীয় সম্বন্ধে ব্যপক জানাশোনারও বিকল্প নেই।যেখানে যুদ্ধটা শুধুমাত্র মহামারী রোগটির বিরুদ্ধে নয়, প্রত্যেকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।
সেখানে ধৈর্যের সাথে পরস্থিতি নিয়ন্ত্রণে প্রত্যেকের স্ব স্ব জায়গা থেকে দায়িত্বশীল না হলে এ সংকট মোকাবিলা করা কঠিন হবে।
জাতীয় এই সংকট মোকাবেলায় আসুন সকলে মিলে,সকল ভেদাভেদ ভুলে, দেশ ও দেশের জনগণের স্বার্থে কাজ করি।
লেখক: রাজনীতিবিদ ও সমাজ চিন্তক