ময়মনসিংহে প্রথমবারের মত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 3:07 pm | December 29, 2017
স্টাফ রিপোর্টার: বিভাগ প্রতিষ্ঠার পর ময়মনসিংহে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ময়মনসিংহ অঞ্চলে ১৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ হাজার ৬৬৫ জন।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সম্মানিত সদস্য জনাব মোঃ শাহজাহান আলী মোল্লা নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার সামগ্রিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, “এই ২২ হাজার ৬৬৫ পরীক্ষার্থীকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকায় যেতে হতো। ময়মনসিংহে পিএসসির আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পরীক্ষার্থীদের অর্থ, শ্রম ও সময়ের সাশ্রয় হয়েছে। আমি মনে করি, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।”
বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনসহ ১৯ টি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন, পরীক্ষার পূর্বপ্রস্তুতি ও তদারকির দায়িত্বে যে সকল কর্মকর্তা ও কর্মচারী যুক্ত ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত সংশ্লিষ্ট সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এসময় জেলা প্রশাসক মো: খলিলুর রহমান উপস্থিত ছিলেন।