কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ২২ কৃষক নিহত

প্রকাশিতঃ 9:36 am | December 17, 2019

আন্তর্জাতিক ডেস্ক:

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডি আর কঙ্গো) উত্তরাঞ্চলে বিদ্রোহীদের হামলায় ১৩ নারীসহ অন্তত ২২ জন কৃষক নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আল জাজিরা জানায়, দেশটির উত্তরাঞ্চলের রাজধানী বেনিতে স্থানীয় সময় শনিবার রাতে অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্স নামের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালায়।

ডি আর কঙ্গোর ওই অঞ্চলটির প্রশাসক দোনাত কিবাওয়ানা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘হামলার পর মরদেহগুলো উদ্ধারের জন্য একদল লোক কাজ করছেন এবং তাদেরকে সম্মানের সহিত সমাহিত করা হবে।’

স্থানীয় মানবাধিকার সংগঠন সিইপিএডিএইচও-এর তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে বিদ্রোহীদের হামলায় দেশে শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশটির সরকারি বাহিনী অক্টোবরের শেষ থেকে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে। তারপর থেকে এডিএফ পাল্টা ভয়াবহ হামলা চালিয়ে এর প্রতিশোধ নিচ্ছে।

ডিআর কঙ্গোর উত্তরে আনুমানিক ১৬০টি বিদ্রোহী গোষ্ঠী আছে বলে ধারণা করা হয়, সেসব গোষ্ঠীর মোট সক্রিয় সদস্যের সংখ্যা ২০ হাজারেরও বেশি। তাঁদের মধ্যে বেশিরভাগই প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছেন।

কালের আলো/এডিবি