ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমার সন্ধান
প্রকাশিতঃ 6:07 pm | December 16, 2019

ইসমাইল হোসেন স্বপন ,ইতালি থেকে:
ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি বড় আকৃতির বোমার সন্ধান পাওয়া গেছে। দেশটির পুলিয়া বিভাগের বৃন্দিসি শহরে একটি সিনেমা হল সম্প্রসারণ করার কাজ করতে গিয়ে এই বোমার সন্ধান পাওয়া যায়।
শনিবার (১৪ ডিসেম্বর) ভোর পাঁচটা থেকে ১৫ জন সেনা বোমা বিশেষজ্ঞ,২৫০ জন নিরাপত্তাকর্মী এবং এক হাজার পুলিশ বোমাটি নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত করা হয়।
ইতালির সংবাদমাধ্যমগুলো এই ঘটনাটিকে দেশটির ইতিহাসে বোমা প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করেছে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাল্টা থেকে ছোড়া রয়েল এয়ার ফোর্স বৃন্দিসি শহরে যে দশটি বোমা নিক্ষেপ করেছিল ,এটি তারই একটি।
বোমাটি তাজা রয়েছে বলে ধারণা করে ওই এলাকার ৫৪ হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শনিবার সকাল আটটার মধ্যে তাদেরকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।
তাছাড়া, শহরের সমস্ত যান চলাচল, ট্রেন এবং বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।
তারপর স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে এই বোমাটি নিষ্ক্রিয় করা হয়। দুপুরের পর থেকে ওই শহরের অধিবাসীরা নিজের বাড়িতে আসার সুযোগ পেয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বোমা পাওয়ার ঘটনাটি প্রকাশিত হলে ইতালিতে চাঞ্চল্য সৃষ্টি হয়।
কালের আলো/এডিবি