নিউজিল্যান্ডে আগ্নেয়গিরি থেকে ৬ মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ 11:34 am | December 14, 2019

আন্তর্জাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের একটি আগ্নেয়গিরি থেকে ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেন।

গত সোমবার, ওই আগ্নেয়গিরিতে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময়, সেখানে ৪৭ জন পর্যটক অবস্থান করছিলেন। অনেকেই সরে আসতে পারলেও নিখোঁজ ছিলেন আটজন।

এই আটজনের মৃত্যু নিশ্চিত করে কর্তৃপক্ষ। অগ্ন্যুৎপাতে আহত ২০ জন চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

এদিকে, ওই আগ্নেয়গিরিতে আবারও উদ্গীরণ হতে পারে বলে আশঙ্কা করছেন ভূ-তাত্ত্বিক বিশেষজ্ঞরা।

কালের আলো/এডিবি