যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চার বাংলাদেশি নারীর জয়

প্রকাশিতঃ 11:08 am | December 14, 2019

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক। আর প্রথমবারের মতো জয়ী হয়েছেন আফসানা বেগম।

সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুক্রবার (১৩ ডিসেম্বর) ফলাফল ঘোষণা করা হয়।

এতে, হ্যাম্পস্টেড থেকে টিউলিপ, বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে রুশনারা আলী এবং লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড এক্টন আসন থেকে রূপা হক পুনরায় জয়ী হয়েছেন।

এছাড়া, পপলার অ্যান্ড লাইমহাউজ থেকে আফসানা বেগম প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

তাঁরা প্রত্যেকেই লেবার পার্টি প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ২৮ হাজার ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ৪৪ হাজার ৫২টি ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন রুশানারা আলী।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রূপা হকও লন্ডনে ইলিং সেন্ট্রাল আসনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ১৩২ ভোট।

এদিকে, পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে প্রথমবারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আরেক কন্যা আফসানা বেগম।আফসানা ৩৮ হাজার ৬৬০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ৯ বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থী। ৯ জনের মধ্যে লেবার পার্টি থেকে সাতজন, লিবারেল ডেমোক্র্যাটের একজন এবং কনজারভেটিভ পার্টি থেকে একজন করে প্রার্থী। এই ৯ জনের মধ্যে ৭ জনই নারী।

কালের আলো/এডিবি