ময়মনসিংহে রং সাইডে বাস, প্রাণ গেল পথচারির
প্রকাশিতঃ 4:14 pm | December 24, 2017
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় বেপরোয়া বাসের চাপায় আছমা বেগম (৩০) নামে এক পথচারি নিহত হয়েছেন।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেক পথচারি হাসিনা বেগমকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/অপারেশান) শাকের আহম্মেদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস রং সাইড দিয়ে যাচ্ছিলো। এসময় বাসটি ওই দুই পথচারিকে চাপা দিলে ঘটনাস্থলেই আছমা বেগম (৩০) মারা যান। তার বাড়ি ত্রিশাল উপজেলার হিন্দুপল্লী এলাকায়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান শাকের আহম্মেদ।