৩০ নভেম্বর যুবলীগের জাতীয় কংগ্রেস?

প্রকাশিতঃ 12:57 am | October 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই যুবলীগসহ দলটির সহযোগী সংগঠনগুলোর সম্মেলন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর এ নির্দেশনার পরপরই খবর ছড়িয়ে পড়েছে আগামী ৩০ নভেম্বর যুবলীগের জাতীয় কংগ্রেস। তবে এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি কালের আলো’কে বলেন, সম্মেলনের তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই যুবলীগের জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক সময়ে ক্যাসিনো ঝড়ে লণ্ডভণ্ড হয়েগেছে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম। বিশেষত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ঘিরে বিতর্কের পারদ উর্ধ্বমুখী হচ্ছে। এই অবস্থায় সংগঠনটি নানান প্রশ্নের সম্মুখ্যিন হয়েছে।

সুশাসন প্রতিষ্ঠায় নিজের দলের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় যুবলীগসহ চারটি সহযোগী সংগঠনের নেতৃত্বে পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এই নেতৃত্ব পূরণের জন্যই অনুষ্ঠিত হবে সম্মেলন।

দলীয় সূত্র আরও জানায়, যুবলীগের জাতীয় কংগ্রেসের আগেই ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। যুবলীগের এই দুই কমিটির চার নেতা কমিটি থেকে ‘কিক আউট’ হচ্ছেন, এটা অনেকটা নিশ্চিত।

এছাড়া নেতৃত্বে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের পদায়ন করা হতে পারেও বলে মনে করেন দায়িত্বশীল সূত্র।

এর আগে বুধবার(৩ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে ওবায়দুর কাদের উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কেবল যুবলীগ নয় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগকেও কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযান চলবে। দলের তৃণমূল পর্যায়ে যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো আছে সেগুলোতে নতুন কমিটি হবে। আমাদের দলের মধ্যে যেন কোনও অনুপ্রবেশকারী ঢুকতে না পারে এবং নতুন যে কমিটি হবে সেগুলোতে যেন তারা স্থান করে নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি। নতুন কমিটিতে যেন পরগাছা আগাছা স্থান না পায় সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

কালের আলো/বিআর/এমএম