রাঙ্গামাটিতে জেএসএসের দুই সমর্থককে গুলি করে হত্যা
প্রকাশিতঃ 12:50 pm | September 18, 2019

কালের আলো প্রতিবেদক:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে সংস্কারবাদী জেএসএস (এমএন-লারমা) দলের দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)।
মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড়াদম প্যাড়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর জানান, রাতে উপজেলার বড়াদম প্যাড়াছড়া এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তের গুলিতে রিপেল চাকমা ও বর্ষণ চাকমা নিহত হয়। তবে তারা অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়ে থাকতে পারে।
খবর পেয়ে বুধবার সকালে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
জেএসএস (এমএন-লারমা) গ্রুপের কমান্ডার জ্ঞানজিপ চাকমা জানান, দুই যুবক নিহতের খবর পেয়েছি। তবে তারা আমাদের দলের কেউ নন।
কালের আলো/বিএএ/এমএইচএ