ইন্দো-প্যাসিফিক আর্মি চীফ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 8:50 pm | September 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রয়েল থাই আর্মির কমান্ডার ইন চীফের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
শনিবার (৭ সেপ্টেম্বর) থাইল্যান্ডের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আইএসপিআর জানায়, সেখানে সেনাপ্রধান ১৯টি দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইন্দো প্যাসিফিক আর্মি চীফ সম্মেলনে (IPACC) যোগদান করবেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ‘ট্রাস্ট বিল্ডিং এমং ইন্দো-প্যাসিফিক ল্যান্ড ফোর্স অফ রিস্ক রিডাকশন: দ্যা এক্সপেরিয়েন্স অফ বাংলাদেশ’ বিষয়ের উপর তাঁর বক্তব্য উপস্থাপন করবেন।
আইএসপিআর জানায়, বিজিবির ডিজি থাকাকালীন সময়ে সীমান্তবর্তী দেশসমূহের ল্যান্ড ফোর্সের সাথে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সকলের মাঝে তুলে ধরতে তাঁকে এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও সফরকালে সেনাবাহিনী প্রধান ইন্দো প্যাসিফিক কমান্ডার ও রয়েল থাই আর্মির কমান্ডার ইন চীফ এর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলেও আইএসপিআর জানিয়েছে।
প্রসঙ্গত, সেনাবাহিনী প্রধান গত ২১ মে হুনুলুলুতে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্স অফ দ্যা প্যাসিফিক সিম্পোজিয়াম এন্ড এক্সপজিসনে অংশগ্রহণ করেন এবং তাঁর অভিজ্ঞতার আলোকে ‘ল্যান্ড ফোর্স ইনক্রেসড ইন্টারোপেরাবিলিটি উইথ এলিয়েস এন্ড পার্টনার্স বিষয়ের উপর বক্তব্য প্রদান করেছিলেন।
কালের আলো/এনএল/এমএইচএ