বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিতঃ 10:19 am | September 05, 2019

কালের আলো প্রতিবেদক :

বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং একই এলাকায় মহাসড়ক পারাপারের সময় এক নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে এবং সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার কলেজ রোড হাজিপুর নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, ভোরে শহরের ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনে চট্টগ্রাম থেকে রংপুরগামী রডবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কলাবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন হলেন দুই ট্রাকের চালক। আর একজন কলাবাহী ট্রাকের চালকের সহকারী।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম হাফিজুল ইসলাম। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার গোপালরায় এলাকার কাকানী ইউনিয়নের লালমনিরহাটে।

শেরপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফারুক আহম্মেদ বলেন, ট্রাকের সংঘর্ষের কারণে দুর্ঘটনার পর থেকেই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকগুলো সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ৭টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে নাতিকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে মহাসড়ক পারাপারের সময় একই স্থানে বাস চাপায় আমেনা বিবি (৫৫) নামের একজন নারী নিহত হয়েছে। তিনি শেরপুর পৌরশহরের উলিপুর মহল্লার আব্দুল হামিদের স্ত্রী।

কালের আলো/বিএআর/এমএম