পুলিশের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে: আইজিপি

প্রকাশিতঃ 7:06 am | September 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

বোমা হামলার পর পুলিশের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদশর্ক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার)।

তিনি বলেছেন, বোমা হামলার পর পুলিশের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু পুলিশ কিনা তা এই মুহুর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে ঢামেকে আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন এবং ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলামকে দেখতে যান তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। সেখানে কিছু আলামত দেখতে পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে সম্ভবত ছোড়াকৃত বোমাটি আইইডি (হাতে বানানো বোমা) ছিল। ঘটনাস্থলে শাহাবুদ্দিন ডিউটিতে ছিল না। আক্রমণকারীদের লক্ষ্য কী ছিল বলতে পারছি না। আমাদের বোমা এক্সপার্ট ও অন্যান্য এক্সপার্টরা ঘটনাস্থল পরিদর্শন করছে।

পুলিশ প্রধান আরও বলেন, আমরা প্রতিটি বোমা হামলা গুরুত্ব দিয়ে তদন্ত করি। এই হামলারও করা হবে। হামলাকারিদের খুঁজে বের করা হবে। আর সায়েন্সল্যাবের হামলা যে পুলিশকে লক্ষ্য করে করা হয়েছে তা এই মূহুর্তে বলা যাচ্ছে না। বোমাটি আগে থেকে ছিল, না কেউ ছুঁড়ে মেরেছে তা তদন্তের পরই বলা যাবে।

পরে আইজিপি আহত দু পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।

সেখানে তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের সঙ্গে কথা বলেন।

এর আগে শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর রোডের সায়েন্সল্যাব মোড়ে পুলিশ বক্সের সামনে যানজটে পড়া স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত (প্রটেকশন) পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এতে প্রটেকশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন এবং সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম (৩২) আহত হয়েছেন। দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালের আলো/এনএল/এমএইচএ