অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা মেয়র আতিকের, বসবাসের ব্যবস্থার আশ্বাস
প্রকাশিতঃ 12:25 am | August 17, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
ভয়াল আগুনে ভস্মীভূত হয়েছে মিরপুরের রূপনগরে চলন্তিকা মোড়ের পাশের ঝিলপাড়ের বিশাল বস্তি। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার মানুষ। তাদের আর্তনাদ-আহাজারিতে ভারি হয়ে উঠেছে সেখানকার বাতাস। নিঃস্ব এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে পুড়ে যাওয়া বস্তিটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়েছেন তিনি।
শুধুমাত্র তাদেরকে সান্ত্বনার বৃত্তবন্দি না করে মেয়র আশ্বাস দিয়েছেন তাদেরকে এখানেই আবারও বসবাসের ব্যবস্থা করে দেওয়ার।
মেয়রের এমন আশ্বাসে ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খাবারের ব্যবস্থা ও থাকার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা সবাই কাজ করছে। আমরা আগে আগুন নেভানোর কাজ করছি। আগুন নেভানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। বস্তিতে যারা থাকে তারা আমাদেরই জনগণ। তারাও মানুষ। তাদের এখানে বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। সিটি মেয়র হিসেবে তাদের দেখার দায়িত্ব আমার।

ডিএনসিসির এই মেয়র আরও বলেন, আগুন কিভাবে লেগেছে তা এখনও বলা যাচ্ছে না। আগুন নেভানোর পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখবে। আগুন নেভানোর পর তদন্ত কমিটি করা হবে। তারাও বিষয়টি খতিয়ে দেখবে।
আহতদের চিকিৎসার সব ব্যয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বহন করবে বলেও এসময় জানিয়েছেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, নিহতের বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। এখন আমাদের প্রথম দায়িত্ব আগুন নিয়ন্ত্রণে আনা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও অন্যান্য প্রশাসন কাজ করছে। আগুনে নেভার পর ক্ষয়-ক্ষতির পরিমাণ জানানো যাবে।
প্রসঙ্গত, শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর-৭ নম্বর সেক্টরে চলন্তিকা মোড়ের ঝিলপাড় বস্তিতে আগুন লাগে। প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
কালের আলো/এআর/এমএম