মানিকগঞ্জে ১৫ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার
প্রকাশিতঃ 7:54 pm | March 18, 2018
মানিকগঞ্জ প্রতিনিধি, কালের আলো:
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ১৬ পিছ ইয়াবা উদ্ধার ও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৪ হাজার ৮ শ টাকা। শনিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
রোববার সকালে জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার রিফাত আহম্মেদ শামীম।
আটকৃতরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় রামকান্তপুর গ্রামের গফুর মিয়ার ছেলে আব্দুল্লা আল- মামুন (৩৩), দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুরিয়া এলাকা থেকে খায়ের মোল্লার ছেলে মোঃ মুহিদুল মোল্লা (৩০), আটকৃতদের জিজ্ঞাসা বাদের মাধ্যমে তারা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার জনতার হাট এলাকার ফজলুর রহমান শরিফের ছেলে আরিফুর রহমান রানা (৩৩) নামে আরেক ইয়াবা ব্যবসায়ীর পরিচয় জানতে পারে ।
ব্রিফিংয়ে পুলিশ সুপার রিফাত আহম্মেদ শামীম আরো জানান, আরিফুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই এলাকায় একটি বাড়ীতে ভাড়া থাকা অবস্থায় তার বাসা হতে ৪৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরিচয় পাওয়া আরিফুর রহমানকে আটকের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ইয়ারা ও ইয়াবার নগদ টাকা সংন্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহম্মেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের আলো/জেইউভি/ওএইচ