কোনও সুস্থ মস্তিষ্কপ্রসূত বক্তব্য এটি হতে পারে না
প্রকাশিতঃ 10:13 am | July 20, 2019

কালের আলো ডেস্ক:
বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন, দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে বাংলাদেশের নারী প্রিয়া সাহার নির্লজ্জ মিথ্যাচারের পর সামাজিক মাধ্যম সহ সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে।
ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) ইফতেখায়রুল ইসলাম এ বিষয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের যে চমৎকার মেলবন্ধন আমাদের এই বাংলাদেশে, সেই দেশকে কালিমা লিপ্ত করার অপপ্রয়াস হাস্যকর!! অদ্ভুত লাগে এই ভেবে কোনও সুস্থ মস্তিষ্কপ্রসূত বক্তব্য তো এটি হতে পারে না…
অগ্রবর্তীর বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার এই প্রচেষ্টার সাথে আরও কারো যোগসূত্র রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা দরকার! দেশের স্বার্থে যে কোনো মিথ্যা ও ভণ্ডামির গালে শক্ত চপেটাঘাত করাটাই সময়ের দাবি।
“দ্যাট শুড বি ক্লিয়ারলি টেকেন ইনটু কনসিডারেশন” (কেউ যেন আবার না বলে বসে আমার ব্রেন হ্যাক হয়ে গিয়েছিল) একটি বিষয় মাথায় রাখতে হবে, এটি আমাদের বিভিন্ন ধর্মের সাথে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা!
বিশেষ তাদের চাওয়াই এটা, আমাদের মাঝে সম্প্রীতি যেন নষ্ট হয়, সেটি কখনোই হতে দেয়া যাবে না বরং নিজেদের মধ্যকার সম্প্রীতি আরো গাঢ় করে এদের বুঝিয়ে দিতে হবে, আমাদের দেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর বাংলাদেশ……!
কালের আলো/এআর/এফএ