নেপালে বাংলাদেশি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৫০

প্রকাশিতঃ 8:56 pm | March 12, 2018

কালের আলো ডেস্ক:

নেপালে বাংলাদেশের এয়ারলাইন্স ইউএস-বাংলার একটি উড়োজাহজ বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ যাত্রী নিহত হয়েছেন।সংবাদ: রয়টার্স, এএফপি।

৭৮ আসনের বিমানটিতে ৬৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি ৩২ জন, নেপালি ৩৩জন, মালদ্বীপের ১ জন, চীনের ১ জন ছাড়াও ৪ জন ক্র ছিলেন। ইউএস-বাংলা কর্তৃপক্ষ এবং সংবাদমাধ্যম এপি সূত্রে এসব জানা গেছে।

নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুর্ঘটনায় অন্তত ৫০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। তবে ওই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপি জানিয়েছে, হতাহতদের উদ্ধারে কাজ চলছে। বিমানের ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে ঢাকা থেকে যাওয়া বিমানটি সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে এ দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বিমানটিতে আগুন ধরে যায়।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র গোকুল ভান্ডারি এএফপিকে বলেন, কাউকে জীবিত উদ্ধার করার আশা প্রায় শেষ হয়ে গেছে। কারণ উড়োজাহাজটি ভয়াবহভাবে পুড়ে গেছে।

তবে কোনো বার্তা সংস্থাই তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি।

টিআইএ’র সংবাদসংস্থা এপির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর বিমানটি থেকে গুরুতর আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করে কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩৮ জনের নিহতের খবর পাওয়া গেছে।

দুর্ঘটনাকবলিত বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলকর্মীরা কাজ করে যাচ্ছেন।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুরেশ আচার্য্য জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ১৭ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বিমানটিতে থাকা কতোজন যাত্রী নিহত বা আহত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

কালের আলো/ওএইচ