কাঠমুন্ডুতে ইউএস বাংলা বিমান বিধ্বস্ত : নিহত ৮
প্রকাশিতঃ 5:26 pm | March 12, 2018
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো :
নেপালের রাজধানী কাঠুমুন্ডতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া অন্তত আরো ৫০ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে নেপালের বিমান কর্তৃপক্ষ। সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় প্লেনটি বিধ্বস্ত হয়।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরেশ আচার্য জানিয়েছেন এরইমধ্যে ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঢাকার শাহজালাল বিমানবান্দর থেকে দুপুর সাড়ে বারোটায় কাঠমাণ্ডুর উদ্দেশ্যে উড়ে যাওয়া বিমানটিতে যাত্রী ছিলেন ৬৭ জন।
এয়ারপোর্টের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২:২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নেপাল সেনাবাহিনীর তরফ থেকে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
কালের আলো/আরএম