রিয়ালকে উড়িয়ে নকআউটে বেনফিকা
প্রকাশিতঃ 12:21 pm | January 29, 2026
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
লিসবনে এক অবিশ্বাস্য আর নাটকীয় রাতের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়ন্স লিগের অস্তিত্ব রক্ষার ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে চুরমার করে দিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। এই জয়ে লে লিগ পর্বের পয়েন্ট টেবিলে ২৪তম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল বেনফিকা। অন্যদিকে, হেরে গিয়ে শীর্ষ আটে থাকার সুযোগ হারিয়ে টেবিলের ৯ নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল রিয়ালের পক্ষেই। ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নেয় স্প্যানিশ জায়ান্টরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩৬ মিনিটেই বেনফিকাকে সমতায় ফেরান আন্দ্রেস শেলডেরাপ। প্রথমার্ধের শেষভাগেই লিড নেয় স্বাগতিকরা। ৫৪ মিনিটের মধ্যে নিজের জোড়া গোল পূর্ণ করেন শেলডেরাপ। ম্যাচের ৫৮ মিনিটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে লড়াইয়ে ফেরান।
ম্যাচের অন্তিম মুহূর্তে যোগ করা সময়ে ঘটে অবিশ্বাস্য ঘটনা। বেনফিকার ইউক্রেনীয় গোলরক্ষক আনাতোলি ত্রুবিন প্রতিপক্ষের ডি-বক্সে উঠে এসে হেডে গোল করে দলের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই গোলটিই বেনফিকাকে ২৪তম স্থানে তুলে আনে এবং রিয়ালকে ঠেলে দেয় ৯ নম্বরে।
এই হারের ফলে সরাসরি শেষ ষোলোয় যাওয়া হলো না রিয়ালের। বেনফিকার মতো তাদেরও এখন দুই লেগের প্লে-অফ খেলতে হবে। প্লে-অফে রিয়ালের প্রতিপক্ষ হতে পারে এই বেনফিকা কিংবা বোদো/গ্লিমটের মধ্যে যেকোনো একটি দল।
রিয়ালের মতো সেরা ৮ দলের একটি হওয়ার সুযোগ ছিল পিএসজি ও নিউক্যাসলেরও। কিন্তু নিজেদের মধ্যকার ম্যাচে ড্র করে পিএসজি ১১ ও নিউক্যাসল ১২ নম্বরে নেমে গেছে। তাদের সঙ্গে প্লে-অফ খেলতে হবে ইন্টার মিলান, জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, আটালান্টা, লেভারকুসেন, ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগ, গ্যালাতাসারে, মোনাকো ও কারাবাগের মতো দলগুলোকে।
কালের আলো/এসএকে