ময়মনসিংহে বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন চার কর্মকর্তা
প্রকাশিতঃ 9:01 pm | March 09, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পেশাগত জ্ঞান, দক্ষতা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চাসহ সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ময়মনসিংহের চার প্রশাসনিক কর্মকর্তা।
তাঁরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা: শামীম রহমান, পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নুসরাত জাহান।
শুক্রবার দুপুরে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় তাদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান।
সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষে এ পুরস্কার দেয়া হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সফলতা অর্জন করায় তাদের এ বিভাগীয় সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন।
এর আগে নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান। এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।