জাতীয় শ্রমিক জোটকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে: এড. সাদিক হোসেন

প্রকাশিতঃ 11:31 pm | March 07, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় শ্রমিক জোটকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেছেন জাসদের কেন্দীয় কমিটির যুগ্ন-সম্পাদক ও জেলা জাসদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।

তিনি বলেন, এজন্য প্রতিটি উপজেলা পর্যায়ে জাতীয় শ্রমিক জোটের কমিটি গড়ে তোলতে হবে।

বুধবার (০৭ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ অঞ্চল ও মহানগর কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

জেলা জাসদ জাসদ কার্যালয়ে ময়মনসিংহ জেলা শ্রমিক জোটের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জেলা শ্রমিক জোটের সাধারন সম্পাদক সন্দীপ দত্ত।

এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া, সহসভাপতি আব্দুল বারি, হেলাল উদ্দিন ফরাজি, হুমায়ুন কবির তারা, গোলাম সারোয়ার মাষ্টার, আন্নেছ আলী, মহা নগর শ্রমিক জোটের সভাপতি হযরত আলী, সাধারন সম্পাদক মোকলেছুর রহমান ফরাজি প্রমূখ।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা শ্রমিক জোটের সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ শামসুল আলম খান বলেন, সংগঠনের ঐক্যের কোন বিকল্প নেই। জোটবদ্ধ ভাবে যে কোন কাজ করলে সমাজ, দেশ ও জাতির কল্যাণে যে কোন ভূমিকা রাখা সম্ভব। তিনি বলেন, আগামী মে মাসকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করতে হবে।

এজন্যে টেলাগাড়ি ভ্যানগাড়ি অটোশ্রমিক, রিক্সাশ্রমিক, কুলিশ্রমিক, প্রেসশ্রমিকদের কে পৃথক পৃথক সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তির উন্নয়নের চেয়ে সামাজ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধ হলে যে কোন কঠিন কাজ শ্রমিকের মোকাবেলা করা সম্ভব। এজন্য তিনি উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার আহ্বান জানান।

বুধবার ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চল শাখার কার্যকরি কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।