পাকিস্তানকে নাগালের মধ্যেই রাখল বাংলাদেশ

প্রকাশিতঃ 7:14 pm | October 02, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পেস-স্পিন আক্রমণে মাত্র ১২৯ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।

হাইব্রিড মডেলের এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে এই সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণ করেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হেনে তিনি পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন। পঞ্চম বলে উমাইমা সোহেল এবং পরের বলেই ইনফর্ম ব্যাটার সিদরা আমিনকে বোল্ড করে সাজঘরের পথ দেখান মারুফা। দুজনেই রানের খাতা খোলার আগেই বিদায় নেন।

২ রানে ২ উইকেট হারানোর পর মুনিবা আলি ও রামিন শামিম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার এই জুটি ভাঙেন। ৩৫ বলে ১৭ রান করা মুনিবাকে ফেরানোর পর ৩৯ বলে ২৩ রান করা শামিমকেও নিজের শিকার বানান নাহিদা।

দলীয় অর্ধশতকের আগেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানের বিপদ আরও বাড়ান অন্য বোলাররা। রাবেয়া খানের শিকার হয়ে সিদরা নওয়াজ (১৫) এবং নিশিতা আক্তারের বলে আলিয়া রিয়াজ (১৩) আউট হলে পাকিস্তানের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। অধিনায়ক ফাতিমা সানা সর্বোচ্চ ২২ রান করে ফাহিমা খাতুনের বলে এলবিডব্লিউ হন। শেষদিকে আর কোনো ব্যাটার দাঁড়াতে না পারায় ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন স্বর্ণা আক্তার। দুর্দান্ত শুরু করা মারুফা আক্তার ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নেন। এছাড়া নিশিতা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।

কালের আলো/এসএকে