রাজশাহীতে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু

প্রকাশিতঃ 11:05 pm | October 07, 2017

মার্কেন্টাইল ব্যাংক রাজশাহী প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলা শুরু হয়।
উদ্বোধনী দিনে অ্যালাইড ক্লাব ৫-১ গোলে আলিফ-লাম-মিম সংঘকে পরাজিত করেছে।

বিজয়ী দলের সাগর ও স্কাই দুটি করে এবং শরিফুল একটি গোল করেছেন। আলিফ-লাম-মিমের ফারুক হোসেন একটি গোল পরিশোধ করেছেন।
খেলায় অ্যালাইডের শরিফুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এর আগে খেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হেলাল মাহমুদ শরীফ, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন।

এছাড়াও অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম ফরহাদ, জেলা ফুটবল অসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজনীন আহমেদ আমান, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন প্রমুখ উপস্থিত ছিলেন।