দুই মেয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ম্যারাডোনার
প্রকাশিতঃ 11:03 pm | October 07, 2017
বিতর্ক যেন কিছুতেই ম্যারাডোনার পিছু ছাড়ে না। এবার, নিজের মেয়েদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬-এর বিশ্বকাপজয়ী অধিনায়কের অভিযোগ, তাঁর দুই মেয়ে নাকি চোর। ম্যারাডোনার অভিযোগ, তাঁকে অন্ধকারে রেখে মেয়ে ডালমা এবং জিয়ানিনা তাঁর প্রায় দুই মিলিয়ন ডলার প্যারাগুয়ের একটি ব্যাঙ্কে ট্রান্সফার করে নিয়েছেন।
দুই মেয়ের বিরুদ্ধে আদালতে মামলা করতে চলেছেন ম্যারাডোনা। এর আগে বান্ধবি রকিও অলিভিয়ার বিরুদ্ধেও নয় মিলিয়ন ডলার প্রতারনার অভিযোগ তুলেছিলেন দিয়েগো ম্যারাডোনা।