প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ আরও ৬ মাস

প্রকাশিতঃ 3:48 pm | August 15, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ৬ ফেব্রুয়ারি সাংবাদিক মনির হায়দারকে বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) হিসেবে নিয়োগ দেয় সরকার।

আগের নিয়োগের ধারাবাহিকতায় তার চুক্তির মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মনির হায়দারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগের চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।

সাংবাদিক মনির হায়দার দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায়যায়দিন, ইত্তেফাক ও মানবজমিন পত্রিকায় কাজ করেছেন।

সবশেষ তিনি বেসরকারি টিভি স্টেশন বাংলাভিশনের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

কালের আলো/এইচএন/এমএএইচ