জাপায় কাদেরবিরোধীদের কাউন্সিল শুরু, প্রধান অতিথি মঞ্জু

প্রকাশিতঃ 12:38 pm | August 09, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আবার ভাঙনের মুখে পড়েছে হুসেইন মুহম্মদ এরশাদ গঠিত জাতীয় পার্টি। দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের বিরোধী হিসেবে পরিচিত নেতারা কাউন্সিলের ডাক দিয়েছেন। তাদের ডাকা কাউন্সিল অধিবেশন ইতোমধ্যে শুরু হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন এরশাদের সঙ্গ ছেড়ে নতুন জাতীয় পার্টি গঠন করা সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে এই কাউন্সিল শুরু হয়েছে। তারা এটাকে দশম কাউন্সিল বলছেন।

দোয়া ও মোনাজাত এবং দলীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া কাউন্সিলে স্বাগত বক্তব্যে দেন দলের কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলে সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

মুজিবুর রহমান চুন্নুর সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন— দলের কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ প্রমুখ।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের হাতেগড়া দল জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে বারবার ভাঙনের মুখে পড়েছে। এরশাদের জীবদ্দশায় জাপা, জেপি, বিজেপি ও জাপা (জাফর) নামে চার টুকরো হয়ে যায়।

তার মৃত্যুর পর সহধর্মিণী রওশন এরশাদের নেতৃত্বে আরেকটি জাপার সৃষ্টি হয়েছে। যদিও রওশন গ্রুপের তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম দৃশ্যমান নয়। মাঝে মধ্যে বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ওই গ্রুপটির কার্যক্রম। এবার নতুন করে আরেকটি জাতীয় পার্টি সৃষ্টি হতে যাচ্ছে। দলের প্রভাবশালী নেতারা এই গ্রুপে থাকায় এটি রাজনীতির মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে জিএম কাদের অনেকটা কোণঠাসা হয়ে পড়বেন।

কালের আলো/এসআর/এএএন