জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা
প্রকাশিতঃ 5:31 pm | August 05, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের মূল পর্ব। বিকাল ৫টার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানটি ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা দেরি হয়। শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।
দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে আসবেন দেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। থাকবে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য উপস্থাপনা। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।
এই আয়োজনে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন জানিয়ে আয়োজকরা বলছেন, ‘এটি শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক।
কালের আলো/এসআর/এএএন