৬০ দিন মাঠের বাইরে থাকবেন নেইমার

প্রকাশিতঃ 5:37 pm | February 28, 2018

কালের আলো ডেস্ক:

মার্সেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়া নেইমারকে মাঠে ফিরতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে মনে করেন তার বাবা নেইমার সিনিয়র। তার দাবি, ছেলের মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ লাগবে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজি তারকার মাঠে নামার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।

ফরাসি লিগে গত রোববার মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেলেও নেইমারের ডান পায়ের গোঁড়ালির গাট মচকে যায়। ভাঙে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়। আর এতে করে রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা তারকা ছাড়াই মাঠে নামতে হবে প্যারিসের ক্লাবটিকে।

যদিও আগামী মঙ্গলবার রিয়ালের বিপক্ষে খেলার ‘ক্ষীণ সম্ভাবনা’ এখনও রয়েছে বলে দাবি করেছেন পিএসজি কোচ উনাই এমেরি।

তবে, একটা ম্যাচ খেলতে গিয়ে বিশ্বকাপের খেলা নিয়ে কোনো রকম ঝুঁকি নিয়ে চান না নেইমার। পরিপূর্ণ সুস্থ হয়েই তিনি মাঠে নামতে চান। তারই সুর শোনা গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাবার মুখেও। নেইমারের বাবা সাফ জানিয়েছেন, তার ছেলে ওই ম্যাচে খেলতে পারবে না।

 

কালের আলো/এমএস