ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে ২ মার্চ

প্রকাশিতঃ 5:28 pm | February 28, 2018

ঢাবি সংবাদদাতা, কালের আলো:

২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন করা হবে।

এ উপলক্ষে ওইদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও সংগীত পরিবেশন করা হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ছাত্র নেতা আ.স.ম. আব্দুর রব। তিনি সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

 

কালের আলো/এসএ

Print Friendly, PDF & Email